• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেনীতে বিএনপির কার্যালয়ের সামনে যুবলীগের অবস্থান


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩, ০৫:১৫ পিএম
ফেনীতে বিএনপির কার্যালয়ের সামনে যুবলীগের অবস্থান

দেশব্যাপী বিএনপি ও সমমনা দলের ডাকা অবরোধে নাশকতা ঠেকাতে এবং মানুষের জানমালের নিরাপত্তায় ফেনীর ইসলামপুরে বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে যুবলীগ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেল থেকে ফেনী পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলুর নেতৃত্বে নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন।

রফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা দিতে আমরা সড়কে অবস্থান নিয়েছি। নিজের জীবন বাজি রেখে নাশকতাকারীদের রুখে দিতে এমপি নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে পৌর যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ মাঠে কাজ করে যাবে।”

এদিকে দলীয় কার্যালয়ের সামনে অবস্থানের বিষয়ে জানতে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

Link copied!