• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৭ জ্বিলকদ ১৪৪৫

পদ্মা নদীতে যৌথ অভিযান, দু’জনের অর্থদণ্ড


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৫, ২০২৩, ০৮:৩৮ পিএম
পদ্মা নদীতে যৌথ অভিযান, দু’জনের অর্থদণ্ড

পদ্মা নদীর বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলন বন্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এ সময় ভেড়ামারা সীমানায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (৫ জুলাই) দুপুরে ঈশ্বরদী ও কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। 

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু ও ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) টি এম রাহসিন কবির এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুপুরে পদ্মা নদীর সাঁড়াঘাট, পাকশী ও ভেড়ামারা প্রান্তে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে পাকশীর নদীপ্রান্তে কাউকে পাওয়া যায়নি। তবে ভেড়ামারা প্রান্তে নদীর মাঝ থেকে বালু উত্তোলনের দায়ে দুইজনের ৫০ হাজার টাকা করে জরিমানা ও সর্তক করা হয়েছে।

এ বিষয়ে ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) টি এম রাহসিন কবির বলেন, “অবৈধ বালু উত্তোলন ও মাটিকাটা বন্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।” 

Link copied!