• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তি, যুবক আটক


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৪, ০৯:০৭ পিএম
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তি, যুবক আটক

চট্টগ্রামের বাঁশখালীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে আজগর হোসাইন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর ২টার দিকে নিজ বাড়িতে অভিযান চালিয়ে থেকে তাকে আটক করা হয়।  
আজগর উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও আপত্তিকর একটি মন্তব্য করেন আজগর হোসাইন। তার সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।

বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম কায়কোবাদ বলেন, আইনশৃঙ্খলার বিষয়টি বিবেচনা করে অভিযুক্ত যুবককে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!