• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬

বাংলাদেশে অনুপ্রবেশ, দুই ভারতীয় নাগরিক আটক


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫, ০৭:৩৭ পিএম
বাংলাদেশে অনুপ্রবেশ, দুই ভারতীয় নাগরিক আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত পিলার ১২৩৪/৫-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌলারপাড় নামক স্থান থেকে ওই দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়।

এ ছাড়া সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ৪৩ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন ভারতের ইস্ট খাসিয়া হিলের সাইগ্রাম থানার কালাটেকের ডালিয়াবস্তি গ্রামের বাসিন্দা করল গারো (৪৫) ও মালুছ গারো (৩০)।

৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

বিজিবি জানায়, সিলেট ও সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিজিবি বিপুল চোরাই পণ্য জব্দ করে। এগুলোর মধ্যে রয়েছে ভারতীয় কমলা, চিনি, গরু, চা-পাতা, মদ, ফেনসিডিল ও শিং মাছ। জব্দ পণ্যের বাজারমূল্য প্রায় ৪৩ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা।

লে. কর্নেল মো. হাফিজুর রহমান জানান, সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই সাফল্য এসেছে। আটক ভারতীয় নাগরিকদের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দ মালপত্রের ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!