• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

সড়ক অবরোধ করে আইএইচটির শিক্ষার্থীদের বিক্ষোভ


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ০৫:১১ পিএম
সড়ক অবরোধ করে আইএইচটির শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুরে ৬ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটির) শিক্ষার্থীর। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। এতে রাস্তার উভয় পাশে কয়েক কিলোমিটার যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সোমবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে মালেকের বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

তবে সড়কে দুর্ভোগের কথা ভেবে কিছু সময় যান চলাচলের সুযোগ করে ফের তারা সড়ক অবরোধ করে কর্মসূচি চালিয়ে নেন। একপর্যায়ে দুপুর ১টার দিকে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো- স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের দশম গ্রেড (দ্বিতীয় শ্রেণির গেজেটেড) পদমর্যাদা প্রদান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী আনুপাতিক হাড়ে পথ সৃজন পূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা করা। ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ পুনরায় চালু করা, গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি পূর্বক চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেটআপ ও নিয়োগবিধি ও স্বাস্থ্য সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করা।

এছাড়া ঢাকা আইএইচটিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিকেল সাইন্স অ্যান্ড টেকনোলজি নামকরণে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা ও সেই বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য সব আইএইচটি সমূহের জন্য মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্লান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসঙ্গতিপূর্ণ গ্রেড সংশোধন করা, মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রদান ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করা, বি ফার্মসহ সব অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করা।

গাজীপুর আইএইচটির শিক্ষক শিক্ষার্থীরা জানান, কয়েকযুগ ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন মেডিকেল টেকনোলজিস্টরা। তাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিবৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছে। বৈষম্য নিরসন করে দ্রুত দাবি বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলন করবে শিক্ষার্থীরা।

Link copied!