• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

মান্দায় গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৩, ০৭:০৬ পিএম
মান্দায় গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নওগাঁর মান্দা উপজেলায় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সদর ইউনিয়নের ঘাটকৈর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন উপজেলার ঘাটকৈর এলাকার কাঞ্চন সরকার ও তার স্ত্রী আরতি সরকার।

মান্দা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।  

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল কাজী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।

Link copied!