নওগাঁর মান্দা উপজেলায় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সদর ইউনিয়নের ঘাটকৈর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন উপজেলার ঘাটকৈর এলাকার কাঞ্চন সরকার ও তার স্ত্রী আরতি সরকার।
মান্দা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল কাজী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।