• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩, ০১:৫৯ পিএম
এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন

পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন করেছেন সাতক্ষীরার বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা। একই সঙ্গে তারা ১০০ নম্বরের বদলে ৫০ নম্বরে পরীক্ষা নেওয়ার দাবিও জানান।

মঙ্গলবার (৮ আগস্ট) বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এইচএসসি ২০২৩ ব্যাচের সাতক্ষীরা জেলার সব শিক্ষার্থী আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, “আগামী ১৭ আগস্ট থেকে শুরু হওয়া পরীক্ষার তারিখ পেছাতে হবে এবং ১০০ নম্বরের জায়গায় ৫০ নম্বরের পরীক্ষা নিতে হবে। এ ছাড়া ঢাকার শাহবাগে আটক শিক্ষার্থীদের দ্রুত ছাড়তে হবে। তা না হলে আমার রাজপথ থেকে বাড়ি ফিরব না।”

সাতক্ষীরা সরকারি কলেজেসহ একাধিক কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Link copied!