খুলনা মহানগরীর বাগমারা মন্দির এলাকায় রাকিব হাসান (২০) নামে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে এলাকাবাসী।
সোমবার (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হওয়ার কারণ জানাতে পারেনি পুলিশ।
রাকিব হাসানের বাড়ি খুলনার রুপসা উপজেলার আইচগাতি এলাকায়। তিনি আনোয়ার হোসেনের ছেলে।
এলাকাবাসী জানান, একটি মোটরসাইকেলের মাঝখানে বসিয়ে দুই যুবক রাকিব হাসানকে বাগমারা মন্দিরের সামনে ফেলে দিয়ে যান। তার পিঠের নিচে দুইটি গুলির চিহ্ন রয়েছে। এরপর তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় সন্ধ্যা নাগাদ পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
অপরদিকে সোমবার সকাল ৮টার দিকে ফুলতলা উপজেলার জামিরা রোডে দুর্বৃত্তদের গুলিতে মিলন ফকির (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মিলন ফকির ওই এলাকার আব্দুল ওহাব ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে জামিরা রোডের আইডিয়াল স্কুল মোড়ে দাঁড়িয়ে ছিল মিলন ফকির। এ সময় একটি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা এসে গুলি ছোড়ে। এ সময় মিলন ফকির দৌড়ে স্থানীয় একটি দোকানে প্রবেশ করলে আবারও গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। পুলিশ, সিআইডি, র্যাব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।”