• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

ঘরের আড়ায় ঝুলছিল মায়ের মরদেহ, পালানোর সময় ছেলে আটক


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২, ২০২৩, ০৯:৪০ পিএম
ঘরের আড়ায় ঝুলছিল মায়ের মরদেহ, পালানোর সময় ছেলে আটক

সাতক্ষীরার আশাশুনিতে আয়েশা খাতুন (৬০) নামের এক বিধবা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে আশাশুনির ফকরাবাদ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আয়েশা খাতুন ফকরাবাদ গ্রামের মৃত আক্কাস মোল্যার স্ত্রী।

এদিকে আয়েশা খাতুন আত্মহত্যা করেছেন না কি তাকে হত্যা করা হয়েছে, এ নিয়ে এলাকাজুড়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে নিহতের ছেলে রমজান আলী (৩২) ও তার স্ত্রী মিনারা খাতুনকে আটক করেছে পুলিশ।

নিহতের ভাই মোন্তাজুল ইসলাম বলেন, “ভাগ্নে ও ভাগ্নে বউয়ের অত্যাচারে অতিষ্ট ছিলেন আমার বোন। বোনকে হত্যা করে আড়ায় ঝুলিয়ে দেওয়া হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন, আমরা তো সেটা দেখিনি। তবে বোনের মৃত্যুর সংবাদে ভাগ্নে পালিয়ে যাচ্ছিল। একপর্যাযে পাশের রামনগর গ্রাম থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।”

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, “খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় নিহতের ভাই মোন্তাজুল ইসলাম বাদী হয়ে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে একটি মামলা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।”

Link copied!