• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ২ জ্বিলকদ ১৪৪৬

দশ মাসে কোরআনের হাফেজ ১০ বছরের তাসফিয়া


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৫, ০৮:০৪ পিএম
দশ মাসে কোরআনের হাফেজ ১০ বছরের তাসফিয়া

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১০ মাসে কোরআনের হাফেজ হলো তাসফিয়া মাহী (১০)। অল্প সময়ের মধ্যে ৩০ পারা কোরআন মুখস্থ করায় আনন্দিত তাসফিয়ার পরিবার ও শিক্ষকরা।

তাসফিয়া মাহী লাহিড়ী মোহনপুর এলাকার চণ্ডিপুর গ্রামের আবদুল মতিনের মেয়ে। সে উল্লাপাড়া পৌর শহরের উম্মে হানি বালিকা মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রী।

জানা যায়, মিল্কভিটায় কর্মরত আবদুল মতিনের তিন মেয়ের মধ্যে তাসফিয়া মাহী সবার ছোট। ছোটবেলা থেকেই অনেক মেধাবী তাসফিয়া। সে প্রাথমিক শিক্ষার পাশাপাশি কোরআনের হেফজ বিভাগে ভর্তি হয়েছিল। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে স্থানীয় উম্মে হানি বালিকা মাদ্রাসার হেফজ বিভাগে ভর্তি হয়। পরে তিন মাসে নাজরানা বিভাগে পড়ার পর ১০ মাসেই কোরআনের হাফেজ হয়েছে। বর্তমানে তাসফিয়া মাহী পঞ্চম শ্রেণিতে পড়ছে।

তাসফিয়ার মা আজমিরা পারভীন জানান, তার মেয়ে ছোটবেলা থেকেই অনেক মেধাবী। প্রথমে তিনি তার মেয়েকে প্লে শ্রেণিতে ভর্তি করেন। পরে পড়ালেখা করে চতুর্থ শ্রেণিতে উঠলে, তার মা (তাসফিয়ার মা) সিদ্ধান্ত নেন বাংলা ইংরেজির পাশাপাশি তাসফিয়া হেফজ বিভাগে লেখাপড়া করবে। উম্মে হানি বালিকা মাদ্রাসায় হেফজ বিভাগে পড়ালেখা করলে মাত্র ১০ মাসেই কোরআন মুখস্থ করে ফেলেন।

তাসফিয়ার সহপাঠী সাইফা খাতুন বলেন, তার সঙ্গেই হেফজ বিভাগে ভর্তি হয়েছিলেন কিন্তু তাসফিয়া আগেই হাফেজি শেষ করেছেন। তাসফিয়ার সফলতায় গর্বিত তার সহপাঠীরা।

উম্মে হানি বালিকা মাদ্রাসার শিক্ষক মুফতি আব্দুল হান্নান বলেন, “তাসফিয়া ২০২৪ -এর ফেব্রুয়ারিতে হেফজ বিভাগে ভর্তি হয়, পরে প্রতিদিন ৮-১০ পৃষ্ঠা করে সবক দিয়েছে। আলহামদুলিল্লাহ, সে তার প্রচেষ্টায় মাত্র ১০ মাসেই কোরআন মুখস্থ করেছে। চলতি বছরের জানুয়ারিতে তাকে হাফেজ সম্মাননা দেওয়া হয়।”

Link copied!