• ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২, ১০ মুহররম ১৪৪৬

কুড়িগ্রাম সীমান্তে স্বর্ণের বারসহ আটক ১


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: মে ১২, ২০২৩, ০৫:৫০ পিএম
কুড়িগ্রাম সীমান্তে স্বর্ণের বারসহ আটক ১

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ১৪ টি স্বর্ণের বারসহ রবিউল ইসলাম (৩৩) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ  (বিজিবি’র) সদস্যরা।

শুক্রবার (১২ মে) দুপুরের দিকে উপজেলার পশ্চিম ধর্মপুর সীমান্তের আর্ন্তজাতিক মেইন পিলারের পাশ থেকে এসব সোনার বার জব্দ করা হয়।

আটক রবিউল ইসলাম উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকার মজিবর রহমানের ছেলে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জাল হোসেন আখন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক যুবককে জিজ্ঞাসাবাদ শেষে ফুলবাড়ী থানায় সোর্পদ করা হবে।

 

Link copied!