• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

বন্ধুর পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্র কারাগারে


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: মে ২২, ২০২৩, ০৫:০৬ পিএম
বন্ধুর পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্র কারাগারে

নোয়াখালীর সেনবাগ উপজেলায় এসএসসির ব্যবসায় শিক্ষার পরীক্ষায় প্রক্সি দেওয়ায় সময় হাসিবুর রহমান (২০) নামের এক কলেজছাত্রকে আটক করা হয়েছে।

সোমবার (২২ মে) দুপুর ১২টার দিকে সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদাণ্ড দেওয়া হয়।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

হাসিবুর রহমান উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নের দক্ষিণ কাদরা গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং ফেনীর দাগনভূঞার ইকবাল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফুর রহমান নামের তার এক বন্ধুর ব্যবসায় শিক্ষা পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় তাকে আটক করা হয়।

নাজমুন নাহার বলেন, “ওই তরুণের প্রবেশপত্র ও রেজিস্টেশন কার্ড যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ শেষে সে অন্যের পরীক্ষা প্রক্সি দেওয়ার কথা স্বীকার করে। পরে ওই তরুণকে সাজা দিয়ে পুলিশের কাছে সোর্পদ করা হয়। আর প্রকৃত পরীক্ষার্থী আশরাফুর রহমানকে পরীক্ষা থেকে বহিস্কার করা হয়।

Link copied!