• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

বেড়ানোর কথা বলে প্রেমিকাকে ধর্ষণ, গ্রেপ্তার ২


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৩, ০৬:১৫ পিএম
বেড়ানোর কথা বলে প্রেমিকাকে ধর্ষণ, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেড়ানোর কথা বলে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে রিমন হাওলাদার (২৩) ও  আসিফ (২৪) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার আমলাবো এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রিমন হাওলাদার (২৩) ওই তরুণীর প্রেমিক এবং আসিফ (২৪) তার বন্ধু। তারা দুজনই আমলাবো এলাকার বাসিন্দা।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, “রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার এক তরুণীর সঙ্গে মোবাইলে রিমনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১৫ আগস্ট রিমন ওই তরুণীকে বেড়াতে যাওয়ার প্রস্তাব দেন। এতে রাজি হলে রিমন ওই তরুণীকে প্রথমে কুড়িল নিয়ে যান। পরে সেখান থেকে রিমনের আরও দুই বন্ধু আসিফ এবং শামীম মিলে তরুণীকে প্রাইভেটকারে গোলাকান্দাইল এলাকায় লাক মিয়া চেয়ারম্যানের পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ওই রাতেই তারা ভুক্তভোগী তরুণীকে রাজধানীর খিলক্ষেত এলাকায় রেললাইনের পাশে ফেলে রেখে যান।”

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বুধবার (১৬ আগস্ট) রাতে রূপগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন।

Link copied!