• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

সাভারে গ্যাস সিলিন্ডার লিকেজ, নারীসহ দগ্ধ ৪


সাভার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৩, ০১:৫৬ পিএম
সাভারে গ্যাস সিলিন্ডার লিকেজ, নারীসহ দগ্ধ ৪

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজের ঘটনায় নারীসহ চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করানো হয়েছে।

রোববার (১৩ আগস্ট) সকালে ঢাকা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার (১২ আগস্ট) রাতে আশুলিয়ার শ্রীপুরের নয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন নজরুল ইসলাম, জোবেদা বেগম, রেজিয়া বেগম ও আলেয়া নূর।

এ বিষয়ে স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, “শনিবার রাতে পোশাক শ্রমিক জোবেদা রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে হঠাৎ চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আশপাশে থাকা আরও তিনজন দগ্ধ হয়েছেন। তারা সবাই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে নজরুলের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।”

Link copied!