• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দুই জেলে আহত


পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৩, ১২:৩৯ পিএম
ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দুই জেলে আহত
সিলিন্ডার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ট্রলার। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হারুন পহোলান ও আবুল সরদার নামের দুই জেলে আহত হয়েছেন।

রোববার (১০ ডিসেম্বর) রাতে উপজেলার ধোলাই মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহতদের উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, রাতে ট্রলারটি ছয় জেলে নিয়ে সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় রাতের খাবারের জন্য রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন হারুন নামের এক জেলে। হঠাৎ বিস্ফোরণে ট্রলারের সামনের অংশ উড়ে যায়। এতে হারুন পহোলান ও আবুল সরদার দগ্ধ হন।

উপজেলার ধুলাস্বার ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম বলেন, “খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিস্ফোরণের সময় পুরো এলাকায় কম্পন ধরে যায়।”

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় দুর্ঘটনাটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে হয়েছে।

Link copied!