• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

রাজবাড়ীতে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২, ২০২৪, ০৮:৪৮ পিএম
রাজবাড়ীতে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

রাজবাড়ীর কালুখালীতে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) বিকেলে সিনিয়র দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় দেন। মামলায় দুজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামের মৃত নেপাল বিশ্বাসের ছেলে নরেশ বিশ্বাস, হাটবাড়ীয়া গ্রামের গোকুল বিশ্বাসের ছেলে সবুজ বিশ্বাস, নিখিল বিশ্বাসের ছেলে বলরাম ওরফে বলাই বিশ্বাস, মৃত কুমারেশ মণ্ডলের ছেলে সঞ্জিত মণ্ডল। এদের মধ্যে বলরাম ওরফে বলাই বিশ্বাস ও সঞ্জিত মণ্ডল পলাতক।

মামলায় অনুপ বিশ্বাস ও শুভ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মামলার এজাহার সূত্র জানায়, ২০১৮ সালের ২৮ এপ্রিল বিকেলে উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গড়াই নদীতে মোতালেবের মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। তার অণ্ডকোষ কেটে ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে হত্যা করে। এবিষয়ে নিহতের ভাই মো. রমজান আলী শেখ বাদী হয়ে ওই দিন মামলা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) উজির আলী শেখ বলেন, মামলায় চারজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দুজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আরেক ধারায় আসামিদের সাত বছরের সশ্রম কারাদণ্ডসহ তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

Link copied!