জয়পুরহাটের কালাইয়ে বিভিন্ন ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি। এ সময় চার ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাঁচশিরা বাজারে ওষুধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) মোকসেদুল আমিনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
মোকসেদুল আমিন বলেন, “ওষুধের অনিয়ম রোধে কালাই উপজেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত চলমান আছে। জনস্বার্থে নকল ও ভেজাল ওষুধ নিরসনে মাঠপর্যায়ে ফার্মেসি পরিদর্শন জোরদারের পাশাপাশি অভিযান অব্যাহত থাকবে।”
জান্নাত আরা তিথি বলেন, “জনস্বার্থে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে সঙ্গে থেকে সহযোগিতা করে কালাই থানা-পুলিশের একটি দল।