• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

বাগেরহাটে মনোনয়নপত্র জমা দিলেন আ.লীগের চার প্রার্থী


বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৩, ০৬:৪৮ পিএম
বাগেরহাটে মনোনয়নপত্র জমা দিলেন আ.লীগের চার প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাগেরহাটের চারটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা।

বুধবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. খালিদ হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন তারা।

এ সময় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকুসহ বাগেরহাট জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হলেন বাগেরহাট- ১ আসনে শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট- ২ আসনে শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট- ৩ আসনে বেগম হাবিবুন নাহার এবং বাগেরহাট- ৪ আসনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. খালিদ হোসেন মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!