জামালপুরের মাদারগঞ্জে যমুনার শাখা নদীতে ভেসে উঠেছে দুই দিন আগে নিখোঁজ হওয়া জলিল শেখ (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ।
শনিবার (২৫ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী গ্রামে জহির মন্ডলের বাড়ির পাশে নদীতে মরদেহটি ভেসে উঠে।
এর আগে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের সুখনগরী জহির মেম্বারের বাড়ি নামক এলাকায় মাছ ধরতে যান তিনি।
নিহত জলিল শেখ একই ইউনিয়নের তারতাপাড়া এলাকার মৃত অছ শেখের ছেলে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, জলিল শেখ দুই দিন ধরে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। আজ সকালে নদীতে একটি মরদেহ ভাসতে দেখা যায়। পরে কাছে গিয়ে দেখা যায় ভেসে উঠা মরদেহটি দুইদিন আগে নিখোঁজ হওয়া জলিল শেখের।
বালিজুড়ি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নাজির হোসেন লাজু বলেন, প্রতিদিনের মতো নিখোঁজ জলিল শেখ বৃহস্পতিবার সকালে বড়শি দিয়ে মাছ ধরতে আসে। সকাল ৭টার দিকে এসে দুপুরের আগেই চলে গেলেও বাড়ি ফিরেনি। বাড়ি ফিরতে দেরি হওয়ার ফলে স্বজনরা খোঁজ নিতে নদীতে এলে জলিলের পায়ের জুতা ও পাঞ্জাবি নদীর কিনারায় পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। জলিল নদীতে নিখোঁজ হয়েছেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেন।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার হাশেম আলী জানান, বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে ৯৯৯ এর মাধ্যমে সুখনগরী যমুনা নদীর শাখা নদীতে মাছ ধরতে নেমে এক নিখোঁজের বিষয়টি জানা যায়। জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালালেও তাকে পাওয়ায় যায়নি। পরে দুইদিন পর আজ সকালে তার মরদেহ ভেসে উঠে।