• ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

মশার কয়েল থেকে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: মে ২৮, ২০২৩, ০৩:৪১ পিএম
মশার কয়েল থেকে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

চট্টগ্রামে মশার কয়েল থেকে আগুন লেগে দগ্ধ হয়ে মা, শিশুসন্তানসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার (২৮ মে) ভোর ৫টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার সৈয়দ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নূর নাহার বেগম (৩০), তার ছেলে মারুফ (১) ও প্রতিবেশী মো. ঈমাম উদ্দিন (২৩)। অগ্নিকাণ্ডে ফিরিয়া (৩) নামে আরও এক শিশু দগ্ধ হয়েছে। সে নিহত নূর নাহারের সন্তান। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

নগরীর বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, তোতা মিয়া নামের এক ব্যক্তির বসতঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। পুলিশ দুটি বসতঘর থেকে চারজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুপুরে মা ও শিশুসহ তিনজনের মৃত্যু হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, বায়েজিদ থানার পূর্ব শহীদনগর এলাকার দেলোয়ার কোম্পানির বাড়িতে ভোর ৫টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ছয়জন মালিকের ৬টি টিনের বসতঘর পুড়ে গেছে।

Link copied!