• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ধর্ষণ মামলায় বাবার যাবজ্জীবন


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৩, ০৬:২৯ পিএম
ধর্ষণ মামলায় বাবার যাবজ্জীবন

মেয়েকে ধর্ষণের দায়ে আব্দুস সালাম খান (৩৮) নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পিপি অ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ।

আব্দুস সালাম খান জেলার ৫ নম্বর ওয়ার্ড জাহানারা কাউন্সিলর গলির সেলিম খানের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বেঞ্চ সহকারী মো. হুমায়ন কবির বলেন, “২০২০ সালের ২৯ জুলাই দুপুরের খাবারের পর সালামের স্ত্রী ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সুযোগে সালাম তার মেয়েকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করেন। মেয়ের কান্নার শব্দে ঘুম ভেঙে গেলে সালামকে বাধা দেন তার স্ত্রী।  এ সময় স্ত্রীকে মারধরের পর হত্যার হুমকি দেন সালাম। এ ঘটনায় সালামের স্ত্রী বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা করেন। কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা ২০২১ সালের ১৫ জুলাই সালামকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেন। বিচারক ৮ জনের সাক্ষ্য নিয়ে রায় ঘোষণা করেছেন।” 

Link copied!