• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

নিখোঁজের দুইদিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৩, ০৭:১৭ পিএম
নিখোঁজের দুইদিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নিখোঁজের দুইদিন পর সূর্যবানু (৮০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ আগস্ট) উপজেলার হাতিবান্ধা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে নদী পার হওয়ার সময় সূর্যবানু ভেস যান। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

সূর্যবানু উপজেলার গৌরিপুর ইউনিয়নের বনগাঁও জিগাতলা গ্রামের মৃত আমির হোসেন ওরফে কৈয়া পাগলার স্ত্রী। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন।  

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে সূর্যবানু তার মেয়ের বাড়িতে যাওয়ার জন্য মহারশী নদী পার হচ্ছিলেন। এ সময় তিনি পানির স্রোতে ভেসে যান। অনেক খোঁজাখুঁজি করেও তার সূর্য ভানুর কোনো সন্ধান সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার (১১ আগস্ট) ঝিনাইগাতী থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও জামালপুর থেকে আসা ডুবুরির দল নদীতে নেমে দিনভর খোঁজাখুঁজি করেও ব্যর্থ হয়। পরে শনিবার সকালে হাতিবান্ধা স্লুইচ গেইট এলাকা থেকে ভাসমান অবস্থায় সূর্যবানুর মরদেহ উদ্ধার করা হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

Link copied!