ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পাখি খাতুন (৯০) নামের আরও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) সকালে ফরিদপুরের সিভিল সার্জন অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। পাখি খাতুন সালথা উপজেলার ফুকরা গ্রামের ইউনুছ মাতুব্বরের স্ত্রী।
সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে পাখি খাতুন নামের এক বৃদ্ধা ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রোববার (২২ অক্টোবর) বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।