• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

নাতির জামা কিনতে বের হয়ে প্রাণ গেল বৃদ্ধার


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪, ০৪:১৫ পিএম
নাতির জামা কিনতে বের হয়ে প্রাণ গেল বৃদ্ধার

রংপুরের তারাগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় সন্ধ্যা রানী নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সন্ধ্যা রানী উপজেলার কুর্শা ইউনিয়নের হাড়িকাটা গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, সকাল ১০টায় নিজ বাড়ি থেকে রিকশায় করে সন্ধ্যা রানী দুই নাতনীকে নিয়ে তাদের জামা কিনতে তারাগঞ্জ বাজারে রওনা হন। রংপুর-দিনাজপুর মহাসড়ক দিয়ে উপজেলা পরিষদের সামনে পৌঁছলে দিনাজপুরগামী একটি মাইক্রোবাস তাদের রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান সন্ধ্যা রানী।

এ সময় শিশু অনুপম রানী, অনু রানী, যাত্রী ময়না রানী (৩৪), রিকশাচালক ডালিম রায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শরিফুল ইসলাম বলেন, “সকাল সাড়ে ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় একজন বৃদ্ধা নিহত হয়েছেন। মাইক্রোবাসটি তারাগঞ্জ চৌপথী এলাকায় রেখে চালক পালিয়ে গেছেন। দুমড়ে মুচড়ে যাওয়া রিকশা ও মাইক্রোবাসটি পুলিশের হেফাজতে রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!