• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

ঈদযাত্রা নিয়ে চেষ্টা ফলপ্রসূ হয়েছে : রেলমন্ত্রী


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৪, ০৩:৩৬ পিএম
ঈদযাত্রা নিয়ে চেষ্টা ফলপ্রসূ হয়েছে : রেলমন্ত্রী
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। ছবি : সংগৃহীত

ঈদযাত্রা নিয়ে চেষ্টা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। তিনি বলেছেন, “ঈদে যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছেন। আমরা সবাই মিলে এবার চেষ্টা করেছি যাত্রীরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন এবং স্বাচ্ছন্দ্য ঈদ করতে পারেন।”

বুধবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার নারায়ণপুর গ্রামের নিজ বাসভবনে তিনি এসব কথা বলেন।

রেলযাত্রীদের স্বস্তির যাত্রার কথা উল্লেখ করে জিল্লুল হাকিম বলেন, “ইতোমধ্যে যাত্রীদের আমরা রিটার্ন টিকিট দিয়েছি। এজন্য আমরা জনগণ, রেলের কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানাই।”

ট্রেনের বগিতে জন্ম নেওয়া নবজাতকের বিষয়টি তুলে ধরে রেলমন্ত্রী বলেন, “গত ৮ এপ্রিল খুলনা-রাজশাহী রুটে চলাচলকারী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের বগিতে জন্ম নেওয়া নবজাতক শিশুকে রেলওয়ের পক্ষ থেকে উপহার দিয়েছি এবং তাদের যে সাপোর্ট প্রয়োজন ছিল তার সবই দিয়েছি।”

এ সময় পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বুড়ো, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!