২৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৩, ০৫:৩১ পিএম
২৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে। রোববার (২২ জানুয়ারি) বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আটক রশিদুল ইসলাম উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তঘেষা খলিশাকোঠাল এলাকার আব্দুল জলিলের ছেলে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে শনিবার রাত ১টার দিকে পুলিশের একটি দল উপজেলার মিয়াপাড়া চাকলাটারী এলাকা অভিযান চালায়। পরে ২৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদকব্যবসায়ী রশিদুল ইসলামকে (৩৩) হাতেনাতে আটক করে পুলিশ।

ওসি আরও জানান, রশিদুলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ বিকালে কারাগারে পাঠানো হয়েছে।

Link copied!