• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

পিকআপের ধাক্কায় চালক নিহত


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৩, ০২:৩৩ পিএম
পিকআপের ধাক্কায় চালক নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় চালক আব্দুর রহিম (৩৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা জগন্নাথদীঘির ভূঁইয়া ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসআই তোফাজ্জল হোসেন জানান, সকালে ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা বিআরটিসি ট্রাকের পেছনে চট্টগ্রামমুখী পিকআপ ধাক্কা দেয়। এ সময় পিকআপের চালক আবদুর রহিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের চিকিৎসক মিনার জানান, গুরুতর আহত পিকআপচালককে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Link copied!