• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

ফেনীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২০, ২০২৩, ০৬:৫২ পিএম
ফেনীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

ফেনীতে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জেলায় চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৩ জন।

জেলার স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলার ৬ উপজেলায় ১২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। যা জেলায় একদিনে শনাক্তের হারে দ্বিতীয় সর্বোচ্চ।

ফেনীর সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন বলেন, “ইতোমধ্যে আক্রান্তদের মধ্যে ৬৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে ১০ জন ও জেলার অন্যান্য হাসপাতালে ৯ জনসহ মোট ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তদের প্রায় সবাই ঢাকা-চট্টগ্রাম বা জেলার বাইরে থেকে সংক্রমিত হয়ে এসেছেন। এজন্য 
সকলকে সচেতন হতে হবে।”

শিহাব উদ্দিন আরও বলেন, “আক্রান্তদের চিকিৎসার জন্য সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফেনী জেনারেল হাসপাতালে মেডিকেল টিম গঠন করা হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য পৃথক শয্যার ব্যবস্থা করা হয়েছে।”

এ বিষয়ে ফেনীর পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে। পৌর এলাকায় মাইকিং করা হচ্ছে  এবং ওষুধ ছিটানো হচ্ছে।” 
 

Link copied!