• ঢাকা
  • শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৬

হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসি কার্যকর


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২, ০৭:৫৭ এএম
হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসি কার্যকর

হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত  আসামি রকিবর রহমান ওরফে ওকিবরের ফাঁসি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কার্যকর করা হয়েছে। তিনি গোদাগাড়ী উপজেলার নিমতলা গ্রামের খলিলুর রহমানের ছেলে। 

বুধবার (৩০ নভেম্বর) রাত ১০টা ১ মিনিটে ফাঁসি কার্যকর করা হয়। 

১৯৯৯ সালের একটি হত্যা মামলায় রকিবর রহমানের মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। পরে প্রাণভিক্ষার আবেদন করলে তা রাষ্ট্রপতি নাকচ করে দেয়। সবশেষে তার ফাঁসি কার্যকর করে রাজশাহী কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, ফাঁসি কার্যকরের পর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কারাগার সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের ২ জানুয়ারি খোরশেদা খাতুন নামের এক নারীকে গলাকেটে হত্যা করা হয়। এ ঘটনায় খোরশেদার বাবা আব্দুল জব্বার ৭ জনকে আসামি করে মামলা করেন গোদাগাড়ী থানায়।

মামলায় শুনানি শেষে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল আদালত ২০০৪ সালের ৮ আগস্ট চার আসামির মৃত্যুদণ্ডাদেশ দেন। তারা হলেন হেলাল উদ্দিন, রকিবর রহমান, লাল মোহাম্মদ ও বাছির উদ্দিন। তাদের মধ্যে বুধবার রাতে রকিবুর রহমানের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।

Link copied!