• ঢাকা
  • সোমবার, ১৩ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ৪ জ্বিলকদ ১৪৪৫

খাট থেকে বঁটির ওপর পড়ে শিশুর মৃত্যু


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৫, ২০২৩, ০৮:৩৯ পিএম
খাট থেকে বঁটির ওপর পড়ে শিশুর মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবিতে খাট থেকে বঁটির ওপর পড়ে হাফছা বানু (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৫ জুন) সকালে পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। হাফছা জয়পুরহাট সদর উপজেলার জামতলী গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে।

হাফছার মা ঢাকায় গার্মেন্টেসে চাকরি করার কারণে সে পাঁচবিবি তাজপুর গ্রামে তার নানা মতিয়ার রহমানের বাড়িতে বসবাস করছিল।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার (২৪ জুন) রাতে খাটের নিচে বটি রাখা ছিল। শিশুটি খেলতে খেলতে খাটের ওপর থেকে পড়ে গেলে তার পেটের ডান দিকে বঁটি ঢুকে যায় এবং মাথায় কেটে যায়। এরপর তার নানা মতিয়ার ও পরিবারের লোকজন স্থানীয় কড়িয়া বাজারে একটি গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে রোববার সকালে শিশুটির মৃত্যু হয়। শিশুটির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, পরিবারের কোনো অভিযোগ নেই। তারপরও আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি।

Link copied!