বরগুনার পাথরঘাটায় গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব। রোববার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাকচিড়া লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
পটুয়াখালী র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমনগন্ডা এলাকার মৃত পনু মিয়ার ছেলে মো. জালাল মিয়া (২৪), একই এলাকার জমির আলির ছেলে মো. রফিক বিহারী (৩০) ও তার স্ত্রী হাজেরা বেগম (২৬)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলার কাকচিড়া লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় কাকচিড়া ঘাট টার্মিনালে তিন যাত্রীকে সন্দেহ হলে তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাদেরকে আটক করা হয়।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজা বলেন, “আটক তিন মাদক কারবারিকে পাথারঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।”
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম হাওলাদার বলেন, “নারীসহ আটক তিন মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।”