• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

অসাম্প্রদায়িক পরিবেশ তৈরি করা সবার দায়িত্ব : ডেপুটি স্পিকার


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৩, ০৬:০৮ পিএম
অসাম্প্রদায়িক পরিবেশ তৈরি করা সবার দায়িত্ব : ডেপুটি স্পিকার

দেশে অসাম্প্রদায়িক পরিবেশ তৈরি করা সবার দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) পাবনার সাঁথিয়ার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামসুল হক টুকু বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ধর্ম, বর্ণ নির্বিশেষে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। এদেশে সবার যার যার ধর্ম পালনের অধিকার রয়েছে। অসাম্প্রদায়িক পরিবেশ তৈরি করার দায়িত্ব আমাদের সবার। নিরাপত্তা বলয় তৈরি করা আমাদের দায়িত্ব।”

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, পূজা উদযাপন কমিটির সভাপতি সুশীল কুমার দাস, পৌর মেয়রসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!