• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৩, ২০২৪, ০৮:৫২ এএম
গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকায় ঝুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শনিবার (২২ জুন) রাত ২টা ৩০ মিনিটের দিকে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর ভোর ৪টার দিকে নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, শনিবার মধ্যরাতে গাজীপুর সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের কোনাবাড়ীর আমবাগ এলাকায় একটি ঝুট গুদামে আগুন লাগে। ২টা ২০ মিনিটের দিকে খবর পেয়ে প্রথমে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের পরিধি বাড়তে থাকায় পরবর্তীতে সারাবো মডার্ণ ফায়ার স্টেশনের দুইটি ও গাজীপুর চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের দুইটিসহ ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান।

Link copied!