• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

অস্ত্র, মাদকসহ কোচিং সেন্টারের পরিচালক গ্রেপ্তার


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৩, ০২:০৭ পিএম
অস্ত্র, মাদকসহ কোচিং সেন্টারের পরিচালক গ্রেপ্তার
অস্ত্র ও মাদকসহ কোটিং সেন্টারের পরিচালক গ্রেপ্তার

রাজশাহীতে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ কোচিং সেন্টারের পরিচালক মজনু আহমেদকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপশহর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। এ সময় তিন রাউন্ড গুলিসহ একটি পাকিস্তানি রিভলবার, ৫০ গ্রাম ক্রিস্টাল আইস ও ১৪৪ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে গাড়ির মালিক মজনু আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার প্রাইভেট কারও জব্দ করা হয়। মজনু একটি কোচিং সেন্টারের পরিচালক বলে জানায় র‌্যাব।

 

Link copied!