• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৩, ০১:২৫ পিএম
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে পানিতে ডুবে মো.ইব্রাহীম হোসেন নামে (১৮) মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরএলাহী গফুর মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহীম ওই বাড়ির ইমরান হোসেনের ছেলে।

নিহতের পিতা ইমরান হোসেন জানান, সকালে তিনি পুকুরে মাছ ধরছিলেন। একই সময়ে তার স্ত্রী পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পরিবারের অজান্তে ইব্রাহীম পুকুরে পড়ে যায়। পরে তাকে অনেকক্ষণ দেখতে না পেয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে ইব্রাহীমের মা ছেলের লাশ পুকুরে ভাসতে দেখে। পরে পরিবারের লোকজন ইব্রাহীমকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।    

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদা আক্তার বলেন, “এ বিষয়ে নিহত শিশুর পরিবার এখনও পুলিশকে অবহিত করেনি।” 

Link copied!