• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সাঈদীর জানাজাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৩, ০৮:৫৯ পিএম
সাঈদীর জানাজাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফোরকান উদ্দিন (৫৬) নামের একজন নিহত হয়েছেন এবং পুলিশসহ আহত হয়েছেন অর্ধশতাধিক জামায়াত-শিবিরের নেতাকর্মী।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে চকরিয়া পৌরসভার বায়তুশ শরফ সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ফোরকান উদ্দিন চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আবদুল বারীপাড়ার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে বায়তুশ শরফ সড়কে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার আয়োজন করেন জামায়াতের নেতাকর্মীরা। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ সেখানে পৌঁছালে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। এ সময় পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

এর আগে সোমবার (১৪ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪০ মিনিটে মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সৈয়দ ইফতেখারুল ইসলাম সংঘর্ষে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালে কয়েকজনকে আহত অবস্থায় আনা হয়েছে। তাদের মধ্যে ফুরকান উদ্দিন নামের একজনের মৃত্যু হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন।

কক্সবাজার পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম জানান, চকরিয়ায় জানাজা নিয়ে সংঘর্ষের বিষয়ে পুলিশ কাজ করছে। তবে পুলিশের পক্ষ থেকে কোনো গুলিবর্ষণ হয়নি। হতাহতের ব্যাপারে বিস্তারিত পরে জানা যাবে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, গায়েবানা জানাজার নিষেধাজ্ঞা থাকার পরও স্থান পরিবর্তন করে জানাজা পড়েছেন তারা। পরে মিছিল সহকারে পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করেন। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!