• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে কৃত্রিম বুদ্ধিমত্তার সিসি


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৪, ০৩:১৮ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে কৃত্রিম বুদ্ধিমত্তার সিসি
হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি মো. শাহাবুদ্দিন খান। ছবি : প্রতিনিধি

প্রথমবারের মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন’ সিসি ক্যামেরা। আড়াইশ কিলোমিটার জুড়ে স্থাপন করা হবে অত্যাধুনিক এই ক্যামেরা। কাজটি দ্রুত গতিতে চলছে। এটি চালু হলে দুর্ঘটনাসহ নানা অপরাধ কমে আসবে বলে আশাবাদী যাত্রী ও চালকরা।

রোববার (২৮ জানুয়ারী) দুপুরে ফেনীর মহিপাল হাইওয়ে থানা প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব তথ্য জানান হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি মো. শাহাবুদ্দিন খান। 

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান, পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, কমিউনিটি পুলিশিং কুমিল্লা রিজিয়নের সভাপতি জাফর উদ্দিন, ফেনী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি গোলাম নবী, শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং পদকপ্রাপ্ত মো. মজিবুল হক রিপন।

অনুষ্ঠানে মহিপাল হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!