• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

নড়াইলে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় ৬০০ জনের বিরুদ্ধে মামলা


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৪, ০৩:৫৬ পিএম
নড়াইলে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় ৬০০ জনের বিরুদ্ধে মামলা

নড়াইলে পুলিশের গাড়ি ভাঙচুর ও পোড়ানোর ঘটনায় ৬০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে নড়াইল থানার উপপরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন শেখ মামলাটি করেন। মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি।

মামলায় অভিযোগ সূত্রে জানা গেছে, ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সদর উপজেলার নাকশী মাদরাসা এলাকায় দুর্বৃত্তরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে পুড়িয়ে দেয়। এরপর মালিবাগ এলাকায় পুলিশবক্স ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খুন করার উদ্দেশে ডিউটিরত পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, পুলিশের গাড়ি-বক্স ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ করা হয়। এ
ঘটনায় পুলিশ বাদী হয়ে শনিবার রাতে মামলাটি করেন।

Link copied!