• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

সাতক্ষীরায় ৩৭ প্রার্থীর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৩, ০৩:৩৮ পিএম
সাতক্ষীরায় ৩৭ প্রার্থীর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল
মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক হুমায়ুন কবির। ছবি : সংবাদ প্রকাশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার ৪টি আসনে ৩৭ প্রার্থীর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা-৩ ও ৪ আসনের ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সবগুলো বৈধ ঘোষণা করা হয়।

এর আগে রোববার (৩ ডিসেম্বর) সাতক্ষীরা-১ ও ২ আসনের ২৩ জন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক হুমায়ুন কবির জানান, সাতক্ষীরা-১ আসনে মনোনয়নপত্র দাখিল হয় ১২টি। এর সবগুলোই বৈধ বলে বিবেচিত হয়। সাতক্ষীরা-২ আসনে ১১টি মনোনয়নপত্র দাখিল হয়। ১১টির মধ্যে ঋণ খেলাপি থাকায় মুক্তিজোটের প্রার্থী আব্দুল আজিজের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাকি ১০টি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়। এছাড়া সাতক্ষীরা-৩ আসনের ৬ জন এবং সাতক্ষীরা-৪ আসনের ৮জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এদিকে ‘ঋণ খেলাপির’ বিষয়টি সঠিক নয় বলে দাবি করেছেন মুক্তিজোটের প্রার্থী আব্দুল আজিজ। তিনি বলেন, “আমি ঋণ খেলাপি নই। আমার কাছে সোনালি ব্যাংকের পাওনা ১৮ হাজার টাকা এবং জনতা ব্যাংকের পাওনা ২ লাখ টাকা। আমি নিয়মিত তাদের টাকা শোধ করে যাচ্ছি।” রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান তিনি।

Link copied!