• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১,

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ওসি ক্লোজড


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৩, ০৯:২০ পিএম
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ওসি ক্লোজড

ঘুষ নেওয়ার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর রংপুরের পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনকে প্রত্যাহার করে (ক্লোজড) পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের নির্দেশে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে যুক্ত করা হয়।

রংপুর জেলার পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেনের বিরুদ্ধে নদী, খাল-বিল থেকে অবৈধভাবে বালু উত্তোলন, বিভিন্ন স্থানে জুয়া পরিচালনায় সহযোগিতা, মাদক ব্যবসায়ীদের কাছে মোটা অংকের মাসোহারা নেওয়াসহ অসংখ্য অভিযোগ রয়েছে। সম্প্রতি স্থানীয় এক বালু ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেন ওসি জাকির। ঘুষ নেওয়ার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

পুলিশ জানায়, ওসি জাকিরের ঘুষ নেওয়ার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়।

এ ব্যাপারে পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী বলেন, “ঘুষ-দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে জেলা পুলিশ। প্রাথমিক তদন্তে ওসি জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ জন্য তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে।”

Link copied!