• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

বরগুনায় অস্ত্রের মহড়া, রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন স্থগিত


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ০৪:৩১ পিএম
বরগুনায় অস্ত্রের মহড়া, রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন স্থগিত

বরগুনায় রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রিবার্ষিক নির্বাচন ঘিরে শহরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে প্রার্থী ও সমর্থকরা। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটায় নির্বাচন স্থগিতের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

শুক্রবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্র দাস স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে এই ঘোষণা দেওয়া হয়।

এর আগে রাত নয়টার দিকে নির্বাচন পরিচালনায় অপরাগতা প্রকাশ করে নির্বাচন কমিশন জেলা প্রশাসনের কাছে চিঠি পাঠায়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে নির্বাচন পরিচালনা সম্ভব নয় বলে জেলা প্রশাসনকে জানায় নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যা পর বরগুনায় রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রিবার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শহরের সিরাজ উদ্দীন সড়ক রেড ক্রিসেন্ট কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করে দেশীয় অস্ত্র নিয়ে সড়কে মহড়া দেয় নেতাকর্মীরা। এতে শহরজুড়ে থমথমে পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে  অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

Link copied!