• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

পদ্মায় ট্রলারডুবি : ২ জনের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ১৫


মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৩, ১২:৫১ এএম
পদ্মায় ট্রলারডুবি : ২ জনের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ১৫
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পদ্মার শাখা নদীতে ট্রলারডুবিতে নিহত ২, নিখোঁজ ১৫। ছবি-সংগৃহীত

পদ্মার শাখা নদী মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইলে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় এখনো ১৫ জন নিখোঁজ রয়েছেন। এর আগে দুজনের লাশ উদ্ধার করা হয়েছিল।

শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার হাসাইল এলাকার পদ্মা নদীতে ওই দুর্ঘটনা ঘটে।

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) রাজিব খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, পাশের গ্রামের নজরুল বেপারির মেয়ে সিফা আক্তার (১৫) ও নারায়ণগঞ্জের ফতুল্লাহর ফারুক হোসেনের মেয়ে ফহিজা আক্তার (৬)।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাসাইল বাজার থেকে পদ্মার চরে যাওয়ার জন্য প্রায় ৪০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ছেড়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রলারটিকে একটি বাল্কহেড ধাক্কা দেয়। এতে নদীতে ডুবে যায় ট্রলারটি। ট্রলারে থাকা শিশুসহ প্রায় ১৫ জন নিখোঁজ রয়েছেন। ধাক্কা দেওয়া বাল্কহেডটি আটক করলেও এর চালক পলাতক রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসলাম হোসাইন জানান, ট্রলারডুবির ঘটনায় দুজন নিহত হয়েছে। বাল্কহেডটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রও ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

Link copied!