• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

নিখোঁজের ৫ দিন পর নদীতে মিলল মরদেহ


কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৩, ০৮:১৬ পিএম
নিখোঁজের ৫ দিন পর নদীতে মিলল মরদেহ

কিশোরগঞ্জের সদর উপজেলায় নিখোঁজ হওয়ার পাঁচদিন পর নদী থেকে রকি ওরফে বাবুর (১৮) নামের এক অটোরিকশা চালকের মরদেহ করেছে পুলিশ।

সোমবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পাশে নরসুন্দা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রকি সদর উপজেলার যশোদল ইউনিয়নের কোনামাটি এলাকার শাহীন মিয়ার ছেলে।

যশোদল ইউপি চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন জানান, গত ১৬ আগস্ট রাতে একই এলাকার বাবুল মিয়ার ছেলে রবি (১৮) ও আব্দুল কাদিরের ছেলে রাজন (১৮) রকির অটোরিকশায় চড়ে তাকে নির্জন জায়গা নিয়ে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশা নিয়ে পালিয়ে যান। পরে অটোরিকশাটি শহরতলির সতাল এলাকায় পাওয়া যায়। এ ঘটনায় রবিকে আটক হয়েছে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া জানান, রকির মরদেহ মর্গে পাঠানো হয়েছে। রকির বাবা আগেই থানায় ছেলে নিখোঁজের ডায়েরি করেছিলেন। সেটি এখন মামলা হিসেবে রেকর্ড হচ্ছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!