মেহেরপুরে বিসিকের উপব্যবস্থাপক শামসুজ্জামান মিঠুর (৫৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ আগস্ট) সকালে বিসিকের সীমানা প্রাচীরের সঙ্গে পুকুরের পাশে একটি আম গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়ে।
শামসুজ্জামান মিঠুর বাড়ি ঝিনাইদহ শহরের স্টেডিয়াম পাড়ায়।
পুলিশ জানায়, সকালে বিসিকের নিরাপত্তা প্রহরী সীমানার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গাছে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেয় বিসিক কর্তৃপক্ষ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এসময় সেখান থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন, চশমাসহ আলামত সংগ্রহ করে। তবে কী কারণে তিনি মারা গেছেন তার কারণ জানা যায়নি।
মেহেরপুর বিসিক সূত্রে জানা যায়, শামসুজ্জামান মিঠু এর আগে চুয়াডাঙ্গা জেলায় ভারপ্রাপ্ত উপব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। জুলাই মাসের ১১ তারিখে প্রমোশন পেয়ে মেহেরপুরে উপব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। শুক্রবার ছুটিতে বাড়ি যাওয়ার কথা ছিল তার।