বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার শেরপুরে দলটির দুগ্রুপ পাল্টাপাল্টি শোডাউন করেছে। এ সময় শহরজুড়ে চরম উত্তেজনা তৈরি হলেও শেষ পর্যন্ত বড় ধরণের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) বেলা ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শহরের খেজুরতলার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজের নেতৃত্বাধীন একটি গ্রুপ এবং স্থানীয় বাসস্ট্যান্ডস্থ রঙ্গিলা সিনেমা হল মার্কেট এলাকায় অবস্থিত পৌর বিএনপির দলীয় কার্যালয়ে শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব জানে আলম খোকার নেতৃত্বাধীন আরেকটি গ্রুপ ওই শোডাউন করে।
এদিকে বিএনপির দু’গ্রুপের পৃথক কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের কঠোর তৎপরতা ছিল লক্ষ্যণীয়। এমনকি সংঘর্ষ এড়াতে সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ একাধিক স্থানে পুলিশ মোতায়েন করা হয়।