• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

শেখ হাসিনাকে নিঃশেষ করাই বিএনপির মূল লক্ষ্য : বাহাউদ্দিন নাছিম


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩, ০৮:১৬ পিএম
শেখ হাসিনাকে নিঃশেষ করাই বিএনপির মূল লক্ষ্য : বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যই নয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিঃশেষ করাই বিএনপি-জামায়াতের মূল লক্ষ্য। এই অপশক্তির হাত থেকে সোনার বাংলাকে বাঁচাতে হলে, অসাম্প্রদায়িক দেশ গড়তে হলে আমাদের প্রতিবাদ করতে হবে, রুখে দাঁড়াতে হবে। এজন্য সতর্ক পাহারা দিতে হবে। সজাগ থাকতে হবে। আজকে সাতক্ষীরায় তাদের দেখা যায় না, তারা নিঃশেষ হয়ে গেছে—এমন ভাবার কারণ নেই। ওরা যদি সুযোগ পায় ওরা কাউকে ছাড়বে না। যে হাত দিয়ে ওরা বোমা মারবে, সেই হাত পুড়িয়ে দিতে হবে। এজন্য ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।

বুধবার (৮ নভেম্বর) সাতক্ষীরার লেকভিউ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি খুলনায় অনুষ্ঠিতব্য শেখ হাসিনার জনসভা সফল করার আহবান জানান।

সভায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা আ ফ ম রুহুল হক এমপি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, নির্বাহী সদস্য নির্মল কুমার চ্যাটার্জী, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জগলুল হায়দার, সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, বাশদাহ ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান প্রমুখ।

Link copied!