• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

কারাগারে অসুস্থ বিএনপি নেতা চাঁদ


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৩, ০৯:৫২ পিএম
কারাগারে অসুস্থ বিএনপি নেতা চাঁদ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দলটির রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ গুরুতর অসুস্থ। সাজাপ্রাপ্ত হয়ে তিনি বর্তমানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

সোমবার (১৩ নভেম্বর) তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মো. নিজাম উদ্দিন বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের মাল্টিপুল ডিজিজ (একাধিক রোগ) শনাক্ত হয়েছে। তার ডায়াবেটিস রয়েছে। এদিন চেকআপে তার হাইপারটেনশন (উচ্চ রক্তচাপ) ধরা পড়েছে। এছাড়া ইশকেমিক হার্ট ডিজিজেও (হার্টের রোগ) আক্রান্ত হয়েছেন তিনি।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মো. নিজাম উদ্দিন বলেন, অসুস্থতার কারণে বিএনপি নেতা চাঁদকে সকালে তাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসা শেষে তাকে আবার কারগারে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। প্রয়োজন হলে তাকে আবারও হাসপাতালে নেওয়া হবে। 

Link copied!