• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বেনাপোলে ফেনসিডিলসহ কারবারি আটক


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৩, ০৮:৪১ পিএম
বেনাপোলে ফেনসিডিলসহ কারবারি আটক
ছবি : সংবাদ প্রকাশ

যশোরের বেনাপোলে ৪৫ বোতল ফেনসিডিলসহ সোহরাব হোসেন (৫৫) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা গ্রামের একটি মাছের ঘের থেকে তাকে আটক করা হয়।

আটক সোহরাব কদমতলা বারোপোতা গ্রামের মৃত রজ্জোত আলী সরদারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বারোপোতা গ্রামে অভিযান চালানো হয়। এসময় মাছের ঘের থেকে ৪৫ বোতল ফেনসিডিলসহ এলাকার চিহ্নিত মাদক কারবারি সোহরাব হোসেনকে আটক করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “আটক সোহরাব হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Link copied!