• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

অফিস যাওয়ার পথে প্রাণ হারালেন ব্যাংক কর্মকর্তা


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩, ০৪:২১ পিএম
অফিস যাওয়ার পথে প্রাণ হারালেন ব্যাংক কর্মকর্তা

ফেনীর দাগনভূঞায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রিপন চন্দ্র নাথ (৫৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। পুলিশ তার মরদেত উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) উপজেলা গেট সংলগ্ন পাকিস্তান বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ফেনী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রিপন চন্দ্র নাথ গ্রামীণ ব্যাংকের দাগনভূঞা এরিয়া ম্যানেজার ও জামালপুর জেলার বাসিন্দা।

জানা গেছে, প্রতিদিনের মতো সকালে রিপন মোটরসাইকেল যোগে তার অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত থেকে আসা একটা কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন।

Link copied!