• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৩, ১০:৩০ এএম
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে চালক আহসান হাবিব (৪৫) নিহত হয়েছেন।

বুধবার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কাথম কোয়ালিটি ফিড কারখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্বাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আহসান হাবিব শেরপুর উপজেলার রনবীর ঘাটপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে নন্দীগ্রাম থেকে অটোরিকশা নিয়ে বগুড়ায় যাচ্ছিলেন চালক আহসান হাবিব। পথে বগুড়া-নাটোর মহাসড়কের কাথম কোয়ালিটি ফিড কারখানা এলাকায় পৌঁছিলে পেছন থেকে অজ্ঞাত এক ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার চালক গুরুতর আহত হন। এসময় অটোরিকশাতে কোনো যাত্রী ছিলেন না।

স্থানীয় লোকজন আহত চালককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মো. আব্বাস আলী বলেন, অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক মারা গেছেন। অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

Link copied!